রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

খাদিজার উপর হামলার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_sylhet-pngইমদাদ ফয়েজী: সিলেটের মানববন্ধন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত নৃশংস নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৭ অক্টেবার শুক্রবার বিকাল ৫টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট মহানগরের সহ-সভাপতি মু. রবিউল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদুল হাসান।

সভায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে খাদিজার উপর নৃশংসভাবে হামলাকারী বদরুলকে শাস্তি দিন। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা ঘটতেই থাকবে। বখাটেরা সুযোগ পেয়ে যাবে।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি ইমরান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান, মহানগর সাধারণ সম্পাদক মনির আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ মাহী, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুফাজ্জল হোসেন, কলেজ সম্পাদক ওলিউর রহমান, স্কুল সম্পাদক ফয়জুল হাসান চৌধুরী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ