শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


সাইকেলে হজে পৌঁছলেন চীনা মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj_saikelআওয়ার ইসরাম: হজ করার জন্য সাইকেলে সৌদি আরব পৌঁছেছেন এক চীনা মুসলিম। তার নাম মুহাম্মদ মাপাও। এ জন্য তাকে ৮ হাজার ১৫০ হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে।

মুহাম্মদ মাপাওয়ের এ অসাধ্য সাধনে আনন্দ প্রকাশ করেছে তার সতীর্থরা। সৌদি আরব পৌঁছানোর পর সেখানকার অধিকাবাসীদের এক মূল্যবান সংবর্ধনাও পেয়েছেন তিনি। মুহাম্মদ মাপাও বলেন, হজ করার ইচ্ছে আমার ছোট থেকেই। রাসুল সা. এর রওজা দেখার শখ হলেও আমার এত সামর্থ ছিল না। সে জন্য সাইকেলে হজ করার ইচ্ছে করি। আল্লাহর অশেষ রহমতে আমি সফল হয়েছি। এ জন্য তার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই।

মাপাও তার হজ সফরে চীন থেকে ভ্রমণ শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক হয়ে সৌদি পৌঁছেছেন।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ