রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

জিব্রাইলের আ. এর সাথে সৌদি ইমামের সাক্ষাৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamam-saudiআবিদ আনজুম : সৌদি আরবের আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমদ আল হাওয়াশি দাবি করেছেন তার সঙ্গে ফেরেশতা জিবরাইল আ. এর সাক্ষাৎ হয়েছে। তার পেছনে জিবরাইলসহ এক দল ফেরেশতা নামাজও আদায় করেছেন।

আহমদ আল হাওয়াশি দাবি করেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের সঙ্গে সাক্ষাতও করেন। এ সময় তিনি ফেরেশতাদের উদ্দেশে সালামও দিয়েছেন।

খবরটি সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। বিষয়টি নজরে পড়ে সর্বোচ্চ প্রশাসনের। এরপরই আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, কমিটি শেষ পর্যন্ত ইমাম আহমদ আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি রয়েছে।

এর প্রমাণ হিসেবে হাওয়াশি বলেন, রাসুলের সা. এর সাথে জিবরাইল আ. সাক্ষাৎ করতেন।

simam

সূত্র: সৌদি গ্যাজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ