শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

জিব্রাইলের আ. এর সাথে সৌদি ইমামের সাক্ষাৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamam-saudiআবিদ আনজুম : সৌদি আরবের আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমদ আল হাওয়াশি দাবি করেছেন তার সঙ্গে ফেরেশতা জিবরাইল আ. এর সাক্ষাৎ হয়েছে। তার পেছনে জিবরাইলসহ এক দল ফেরেশতা নামাজও আদায় করেছেন।

আহমদ আল হাওয়াশি দাবি করেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের সঙ্গে সাক্ষাতও করেন। এ সময় তিনি ফেরেশতাদের উদ্দেশে সালামও দিয়েছেন।

খবরটি সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। বিষয়টি নজরে পড়ে সর্বোচ্চ প্রশাসনের। এরপরই আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, কমিটি শেষ পর্যন্ত ইমাম আহমদ আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি রয়েছে।

এর প্রমাণ হিসেবে হাওয়াশি বলেন, রাসুলের সা. এর সাথে জিবরাইল আ. সাক্ষাৎ করতেন।

simam

সূত্র: সৌদি গ্যাজেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ