রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

'আলেমদের যেন হয়রানি করা না হয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitledনিজস্ব প্রতিনিধি : চলমান সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে শরীয়তপুর জেলা উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, আজকে বাংলাদেশের নানা ধর্ম-বর্ণের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে এবং আমাদের গর্বের ধর্ম ইসলামকে কলংকিত করার জন্য একটি চক্র বোমা মেরে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে। এটা কখনো ইসলামের পথ নয়, এবং এদের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই। এ দেরকে সমূলে শেষ করে দেওয়া আমাদের সকলের কর্তব্য।

শনিবার শরীয়তপুর শহরস্থ আশরাফুল উলূম কওমী মাদরাসায় শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলন ও জেলার কওমী মাদরাসার ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মুফতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, চলমান সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশের আলেমদের সাথে শরীয়তপুরের আলেমরাও একমত। আমরা এক্ষেত্রে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। পাশাপাশি কোনো নিরীহ আলেম যেন হয়রানির শিকার নাহয় সেদিকেও প্রশাসনকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে শরীয়তপুরের সব শেণীপেশার মানুষকে সাথে নিয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করবো।

শরীয়তপুর উলামা পরিষদের সেক্রেটারী মাওলানা ইদরীস কাসেমীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, বিশেষ উপদেষ্টা- হাফেজ মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুস সামাদ কাসেমী, সহ-সভাপতি- মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মুফতি শফিউল্লাহ খান, মাওলানা আবু বকর, মাওলানা মুঈনুদ্দীন (মাসুম), মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা মুনসুর আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, হাফেজ কেরামত আলী, হাফেজ আব্দুস সাত্তার, মাওলানা সাইফুল্লাহ (মাদানী), মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল্লাহ আল মাহমূদ, মাওলানা আসলাম (সভাপতি, নড়িয়া থানা), মাওলানা জসিমুদ্দীন (সেক্রেটারী, নড়িয়া থানা), মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুর রহমান জালালী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আফজাল হুসাইন ফারুকী প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ