শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ।। ১৯ আশ্বিন ১৪৩১ ।। ২ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বিশ্বনবীর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ইত্তেফাক নেতৃবৃন্দ আন্তবর্তীকালীন সরকারের মেয়াদ কত দিন চাচ্ছে ইসলামি দলগুলো? লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মুসলিমদের শত্রু এক: আয়াতুল্লাহ খামেনি বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে ভৈরবায় ইমাম কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা বাংলাদেশি শ্রমিকদেরকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ‘সুসংবাদ’ বিশ্বনবী সা. কে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় আ.লীগ বিচারবহির্ভূত হত্যা চালু করেছে: শিবির সভাপতি

বৃষ্টির দিনে ঘরে বসে সময় কাটানোর সেরা কিছু উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল থেকে একটানা ঝরে চলেছে রিমঝিম বৃষ্টি। এমন আবহাওয়ায় বাইরে বেরোতে কার ইচ্ছা করে বলুন। মন চায় ঘরে বসে সময় কাটাতে। কিন্তু বুঝতে পারছেন না কীভাবে কাটবে সময়! চিন্তার কিছু নেই। বৃষ্টির দিনে ঘরে বসে সময় কাটানোর দুর্দান্ত কিছু আইডিয়া দেখে নিন-

বসে পড়ুন কবিতার বই নিয়ে
বৃষ্টির দিনে রোমান্টিক পরিবেশে কবিতার বই হতে পারে আদর্শ সঙ্গী। জানালার পাশে চেয়ার নিয়ে বসে যান। বৃষ্টির টুপটাপ শব্দকে সঙ্গী করে কবিতা পড়তে থাকুন। সময়টা দারুণ কাটবে, সন্দেহ নেই।

লিখতে পারেন চিঠি
এসএমএস আর ই-মেইলের যুগে চিঠি লেখা ভুলে গেছেন অনেক আগেই। বৃষ্টির দিনের সুযোগে আগের সেই অভ্যাসটা জাগিয়ে তুলতে পারেন। প্রিয়জনের কাছে লিখতে পারেন চিঠি। হতে পারে সেটা মায়ের কাছে, বোনের কাছে কিংবা প্রাণাধিক স্ত্রীর কাছে।

সময় দিন প্রিয়জনকে
দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেকের পক্ষেই জীবনসঙ্গীকে সময় দেয়া হয়ে ওঠে না। বৃষ্টির দিনের এই সুযোগে তাঁকে সময় দিতে পারেন। তাছাড়া আড্ডা দিতে পারেন মা-বাবার সঙ্গে। প্রিয়জনের সঙ্গেও জমতে পারে আড্ডাটা। সামনা-সামনি তাদের না পেলে অন্তত ফোনেও আড্ডাটা জমতে পারে।

ফলো করতে পারেন নতুন কোনো রেসিপি
নতুন কোনো রেসিপি ফলো করে রান্নার মোক্ষম সময় হলো বৃষ্টির দিন। তাতে যেমন সুন্দর সময় কাটবে, তেমনি প্রিয়জনরা পাবে নতুন খাবার ট্রাই করার সুযোগ। আপনার স্মার্ট ফোনে সার্চ দিয়েই দেশি-বিদেশি খাবারের রেসিপি পেয়ে যাবেন।

হতে পারে চা পার্টি
বৃষ্টির এই দিনে পরিবারের সবাইকে নিয়ে হতে পারে চা পার্টি। চায়ের সঙ্গে থাকতে পারে পেঁয়াজি, পাকোড়া কিংবা ঝালমুড়ি। পার্টির লোকেশন হতে পারে বারান্দা। কারণ বারান্দায় গেলেই পাওয়া যাবে বৃষ্টির রিমঝিম শব্দ। আর এই শব্দই পার্টির পরিবেশ জমিয়ে দেবে।

পছন্দের নাশিদ শুনুন
বিছানায় কাঁথা চাপিয়ে শুয়ে পড়ুন। স্মার্ট ফোনে চালিয়ে দিন আপনার পছন্দের নাশিদ। নাশিদ শুনতে শুনতে ঘুমিয়ে পড়াটাও খারাপ নয়। আর যদি ঘুম না আসে, তাহলেও চিন্তার কিছু নেই। পছন্দের নাশিদগুলো তো চলছেই।

যত্ন নিতে পারেন নিজের
বৃষ্টির দিনে নিজেকে সময় দেয়া খারাপ কিছু নয়। এ সময় চুলে শ্যাম্পু করতে পারেন। ফেসপ্যাক লাগিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। কিংবা ব্যায়াম করে বাড়িয়ে নিতে পারেন নিজের আয়ু।

ভিজুন বৃষ্টিতে
শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন মনে আছে? হয়তো ছেলেবেলায়। ছেলেবেলার সেই স্মৃতিকে জাগিয়ে তুলতে চাইলে বৃষ্টিতে ভিজুন। তবে যাদের ঠান্ডার সমস্যা আছে কিংবা বৃষ্টির পানি সহ্য করতে পারেন না, তারা বৃষ্টিতে নামবেন না।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ