বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

'ভারতীয় হাইকমিশনের এদেশে থাকার অধিকার নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতীয় হাইকমিশন যদি এদেশের মানুষের আবেগ অনুভূতি বুঝতে না পারে, তাহলে বাংলাদেশে সেই হাইকমিশন বন্ধ করে দেয়া হবে। এই মানুষগুলোর (কমিশনের সদস্যরা) এ দেশে থাকার কোনো অধিকার নেই।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবু সাইদের বুকে গুলি চালিয়ে যেমন দমানো যায়নি, তেমনি হাদির ওপর হামলা করেও আমাদের স্পিরিটকে দমানোর চেষ্টা করা হয়েছে। তবে এদেশের লাখো 'হাদি' বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, "খুনি হাসিনা ও হাদির হামলাকারীদের ভারতে আশ্রয় দিয়ে এ দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে তা হবে না।"

এদিকে, সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার তীব্র সমালোচনা করেন। বক্তারা প্রশ্ন তোলেন, "বারবার হাদির জীবন শঙ্কা দেখা দেওয়ার পরও আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?" বক্তারা জোর দিয়ে বলেন, এই উপদেষ্টাকে নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া সম্ভব নয় এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও দাবি করেন, হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এ দেশে থেকে আওয়ামী লীগের দালালদের বিতাড়িত করতে হবে।

সমাবেশ শুরুর আগে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়, যার মাধ্যমে হামলার প্রতিবাদ জানানো হয় এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হয়। অংশগ্রহণকারী বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা কখনোই সহিংসতায় রূপ নিতে পারে না।

আয়োজকরা জানান, এই সমাবেশের উদ্দেশ্য হলো শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছিলেন। গত ১২ ডিসেম্বর (শুক্রবার) পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকার সময় মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে আজই সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ