আল্লাহকে নিয়ে কটূক্তি করায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীরা তৌহিদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে উসকানি দিয়ে পণ্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আলেম-ওলামারা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আলেম-ওলামারা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলটি পুলিশের উপস্থিতে নির্ধারিত রুট অনুসরণ করে বিজয় মেলার মাঠের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে এসে সমাবেশের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় শিল্পী আবুল সরকারের অনুসারীরা বিজয় মেলার মাঠে জটলা পাকিয়ে অবস্থান করছিল। প্রশাসন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেও তারা খানিক দূরে গিয়ে অবস্থান নেয়। তাদের অবস্থান এক ধরনের নিরব উস্কানী ছিল। এক পর্যায়ে দূর থেকে তাদের মারমুখী অবস্থা লক্ষ্য করা গেলে সমাবেশের পেছন দিকের বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফুসে উঠে। নেতৃস্থানীয় কয়েকজন পুলিশদের সঙ্গে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে সমাবেশস্থলে জড়ো করতে থাকেন। এসময় কয়েক মিনিটের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনায় আমাদের চার জন আহত হয়। এর মধ্য এক জন গুরুতর আহত হন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আলেম ওলামারা। সে সঙ্গে শিল্পী সমাজকে মামলা তুলে নিয়ে মিলে মিসে থাকার আহ্বান জানান। অন্যথায় যদি তা না হয়, পুলিশ তাদের হয়রানি করে, তা হলে তাদের মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তিতে কর্মসূচি দেওয়া হবে বলে জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার হেফাজত ইসলামেরসহ সভাপতি মুজীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আব্দুল হান্নান, মাওলান শামসুল ইসলাম, হাসান মুহাম্মদ শরীফ, কোষাধক্ষ মাহাবুবুর রহমান, সহ-আইন বিষয়ক ওমর ফারুক, সদর শাখার সাংগঠনিক সম্পাদক রমজান মাহামুদ প্রমুখ।
এলএইস/