ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় এ মামলা করেন।
তদন্তের স্বার্থে গণমাধ্যমকর্মীদের প্রতি আসামিদের নাম-পরিচয় আপাতত প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, বৃদ্ধ হালিম উদ্দিনের ঘটনাটি সম্প্রতি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
ইতোমধ্যে এই মামলার তদন্তকাজ শুরু করেছে পুলিশ।
এমএইচ/