শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নির্যাতিত মুসলিমদের জন্য যে দোয়া করবেন ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প কিশোরগঞ্জে গাজার মজলুমদের মুক্তি কামনায় দোয়া মাহফিল ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কোনো ঘোষণা ছাড়া ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ করলেন মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার উদ্যোগে দুই বিভাগে পাঠদান পদ্ধতি নিয়ে কর্মশালা ড. ইউনূস রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন: শায়খে চরমোনাই ‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’  কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা 

কোনো ঘোষণা ছাড়া ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ করলেন মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে এবার ঢাকামুখি যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিভিন্ন কাউন্টার থেকে বাস বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। এতে রাতের যাত্রায় নির্ভরশীল হাজারও যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শুক্রবারে যাদের ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিল তাদের রাতের বেলায় ফোন করে জানিয়ে দেওয়া হয় কোনো বাস চলবে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। তবে সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের যৌথ সভায় সিদ্ধান্ত হয়— রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালককে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা এবং সহকারীকে ৭০০ টাকা প্রদান করা হবে। এ সিদ্ধান্ত আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার আগেই বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাড়তি বেতন দিতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।

এদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগেই কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ করা ন্যক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন তা বলার মতো নয়। মালিকপক্ষ যাত্রীদের সঙ্গে ছিনিমিনি খেলছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’

এ বিষয়ে মালিকপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জানা যায় একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ