সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জন্মবার্ষিকী (৩১ আগস্ট) উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামিক কমপ্লেক্সের ছাত্র-শিক্ষক ও ইয়াতিমদের নিয়ে সম্প্রতি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে সহযোগিতা করেছেন মাজেদ হামুদ রেবাহ আল-উমারি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ মোহাম্মদ আব্দুস সোবহান। এতে কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুস সোবহান বলেন, মোহাম্মদ বিন সালমান তার দূরদর্শিতায় বাস্তব উপযোগী পদক্ষেপের মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধ করতে তেল নির্ভরতার সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে যাচ্ছেন। ভ্রাতৃপ্রতিম বাংলাদেশও তার অনুদান ও সহযোগিতা থেকে বঞ্চিত নয়।
কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, প্রতি বছর ভ্রাতৃপ্রতিম এই দেশের জনগণের জন্য সৌদি আরব থেকে খেজুর, পবিত্র কোরআন ও তার বঙ্গানুবাদ বিতরণ করা হচ্ছে। রমজান মাসে খাদ্য বাস্কেট, ইফতার অনুষ্ঠানসহ বিভিন্নভাবে বাংলাদেশ উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা মোহাম্মদ বিন সালমানের হায়াতে বরকত দান করুন, মুসলিম উম্মাহ এবং হারামাইন শরীফাইনের খেদমতে তাকে কবুল করুক।
আলোচনায় আরো অংশ নেন কমপ্লেক্সের সহকারী পরিচালক শাইখ মো. আতিকুল্লাহ। অনুষ্ঠান শেষে মাজেদ হামুদ রেবাহ আল উমারির সহযোগিতায় আয়োজিত খাবার অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা অংশ নেন।
এসএকে/