বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা

জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফলের লক্ষে মিরপুর জোনের পরামর্শ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়ত ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মিরপুর জোনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ এশা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমীর সঞ্চালনায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবতায় কমিটির সদস্য সচিব ও জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব  মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন—আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এবং সাংগঠনিক থানা গুলোতে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, জমিয়তের আহুত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য মিরপুর জোনের সকল থানা সমূহে পর্যায়ক্রমে বৈঠক ও দাওয়াতি সফর অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, শাহআলী থানার সিনিয়র সহ সভাপতি মাওলানা ওলিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সাহিত্য সম্পাদক মাওলানা সাখাওয়াত, পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ সহ সাত থানার দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ