বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা

হাটহাজারীর ১৪৪ ধারা প্রত্যাহার, যৌথ বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরে গতরাতে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে চারটায় উপজেলা প্রশাসন, পুলিশ, সংক্ষুব্ধ উভয় পক্ষ এবং স্থানীয়দের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল রাতে জারি করা ১৪৪ ধারা আজ বেলা তিনটা পর্যন্ত ছিল। পরে তা আর বাড়ানো হয়নি।

পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, ১৪৪ ধারা উইথড্র হয়ে গেছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাদের অন্যতম দাবি হলো, পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

পুলিশ সুপার বলেন, শব্দ দূষণ প্রতিরোধের জন্য যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে উভয় পক্ষের স্বেচ্ছাসেবক দল এখানে থাকবে সাথে পুলিশ ও প্রশাসন থাকবেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শব্দ দূষণ এড়ানোর ব্যবস্থা ও যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে উভয় পক্ষ শান্তি – শৃঙ্খলা বজায় রাখার জন্য একমত হয়েছেন। 

বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন পুলিশ সুপার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ