বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা

সংসদীয় আসন পুনঃবিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় দিনব্যাপী সড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই অবরোধ। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ অন্তত ২৩টি জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবরোধকারীরা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, শুয়াদি, মনসুরাবাদসহ অন্তত ৮টি স্থানে অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। তবে জরুরি যানবাহন, যেমন অ্যাম্বুলেন্স ও ওষুধবাহী গাড়িগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয়।

দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন দিনের মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সন্ধ্যা ৭টার দিকে অবরোধ কর্মসূচি তিন দিনের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন,

“ভাঙ্গা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। আমরা কোনোভাবেই নগরকান্দা বা সালথার সঙ্গে যুক্ত হতে চাই না। আমাদের দাবি না মানা হলে লাগাতার কর্মসূচি চলবে।”

এক পর্যায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে কিছু উশৃঙ্খল ব্যক্তি গাড়ি ও পোস্টার ভাঙচুরের চেষ্টা করলে প্রতিবাদ জানিয়ে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন,

“এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ব্যক্তিগত স্বার্থে কিছু দুষ্কৃতকারী অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।”

ভাঙ্গা ইউএনও মিজানুর রহমান বলেন,

“দুই ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ আন্দোলনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই স্থানীয়দের প্রতিবাদ এবং সড়ক অবরোধ কর্মসূচি।

স্থানীয়দের দাবি, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলাকে ভেঙে না রেখে বরং পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করা হোক।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ