মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রংরায়েরকান্দী গ্রামে গতরাতে একটি নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী আবু বক্কর শেখ (পিতা- সাত্তার শেখ) পেশায় একজন ভ্যানচালক। পারিবারিক বিভিন্ন বিষয়ে দাম্পত্য কলহের এক পর্যায়ে গত রাত আনুমানিক ২টার সময় আবু বক্কর তার স্ত্রীকে লক্ষ্য করে বটির আছাড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথা থেতলিয়ে অনেক রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নারীটির চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে গণধোলাই দিতে চাইলে এলাকাবাসীর উদ্যোগে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আবু বক্কর শেখ প্রায়ই পরিবারে কলহ সৃষ্টি করতেন। পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
গ্রামের সাধারণ মানুষ এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।
আরএইচ/