মহানবী হজরত মোহাম্মদ (সা)-কে নিয়ে কটূক্তি করায় নাইজেরিয়ার নাইজার রাজ্যে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানায়, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।
নাইজেরিয়ার এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। গত তিন বছরে অন্তত দুজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, ইসলাম নিয়ে কটূক্তি করা শরিয়াহ আইনে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
আরএইচ/