নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের বাবা উপজেলার পূর্ব বরাব এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে মৃত সালমানের লাশ শনাক্ত করেন।
আনোয়ার হোসেন জানান, সালমান খাদুন আম্বিয়া মাদরাসা ছাত্র, শুক্রবার গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সে বাড়িতে না ফিরলে আমরা সব জায়গায় তাকে খোঁজাখুজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাই নাই। শনিবার সকালে জানতে পারি তারাব বিশ্বরোড এলাকায় একটা ছেলের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি এটা আমার সন্তান সালমানের লাশ।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তারাব বিশ্বরোডের পাশের একটি পুকুর থেকে সালমান নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরএইচ/