শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৫ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব শিক্ষার মানোন্নয়ন ও নববি মানস গঠনে সমন্বিত উদ্যোগ জরুরি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি রাশেদের তুরস্কে পালিত হলো ১০৩তম বিজয় দিবস, আতাতুর্কের সমাধিতে এরদোয়ানের শ্রদ্ধা এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয় ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে’ নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

কামড়ে দেওয়া সাপ নিয়ে হাসপাতলে আহত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্কুল থেকে ফেরার পথে রাস্তায় সাপের দংশনে আহত হয় এক শিশু। শিশুটি চিৎকার পথচারীরা ধানক্ষেত ঘেরাও করে মেরে ফেলে বিষধর সাপটি। পরে সাপসহ আহত শিশু সাদিকুর রহমান সাদিককে (৮) ফুলবাড়ী হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে।

সাদিক ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় সাপের উপর তার সাইকেলের চাকা উঠে যায় ছেলেটির। এসময় সাইকেলে থাকা শিশুটির চাচাত ভাই ‘সাপ সাপ’ বলে চিৎকার দিলে ভয়ে সাইকেল থেকে লাফ দেয় সাদিক। তখন শিশুটির পায়ে কামড় দেয় সাপটি। পরে তাদের চিৎকারে পথচারীরা ছুটে আসে। তখন ধানক্ষেতে সাপটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলে তারা।

এদিকে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরিবারের লোকজন সাপসহ দ্রুত শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সাদিকুরের বাবা জাহিদুল হক বলেন, ‘বাড়ির থেকে একটু দূরে চিৎকার-চেঁচামেচি শুনে আমরা দৌঁড়ে গিয়ে দেখি, সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় ধানক্ষেতে লুকিয়ে থাকা সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে সাপসহ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরেছে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ বলেন, দংশন করা সাপসহ রোগীকে নিয়ে আসায় দ্রুত তার চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। তাকে সাপে কাটার সব ধরণের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে, তবে সাপটি যেহেতু বিষধর, তাই তাকে কমপক্ষে তিনদিন পর্যবেক্ষণে রাখতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ