সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনে দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট টেকনাফে গুলিবিদ্ধ আফরানকে চমেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক খালেদা জিয়া নোবেলের দাবিদার, আওয়াজ তুলতে হবে: মুফতি মনির কাসেমী রাজধানীর কাকরাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা জুলাই গণহত্যা মামলায় প্রথম একজনকে জামিন দিলো ট্রাইব্যুনাল হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, মানতে হবে নতুন নির্দেশনা ‘ওয়ান বক্স পলিসি’র রূপকার পীর সাহেব চরমোনাই দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার

কামড়ে দেওয়া সাপ নিয়ে হাসপাতলে আহত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্কুল থেকে ফেরার পথে রাস্তায় সাপের দংশনে আহত হয় এক শিশু। শিশুটি চিৎকার পথচারীরা ধানক্ষেত ঘেরাও করে মেরে ফেলে বিষধর সাপটি। পরে সাপসহ আহত শিশু সাদিকুর রহমান সাদিককে (৮) ফুলবাড়ী হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে।

সাদিক ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা হযরত আলী জানান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় সাপের উপর তার সাইকেলের চাকা উঠে যায় ছেলেটির। এসময় সাইকেলে থাকা শিশুটির চাচাত ভাই ‘সাপ সাপ’ বলে চিৎকার দিলে ভয়ে সাইকেল থেকে লাফ দেয় সাদিক। তখন শিশুটির পায়ে কামড় দেয় সাপটি। পরে তাদের চিৎকারে পথচারীরা ছুটে আসে। তখন ধানক্ষেতে সাপটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলে তারা।

এদিকে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। পরিবারের লোকজন সাপসহ দ্রুত শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সাদিকুরের বাবা জাহিদুল হক বলেন, ‘বাড়ির থেকে একটু দূরে চিৎকার-চেঁচামেচি শুনে আমরা দৌঁড়ে গিয়ে দেখি, সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় ধানক্ষেতে লুকিয়ে থাকা সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে সাপসহ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরেছে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ বলেন, দংশন করা সাপসহ রোগীকে নিয়ে আসায় দ্রুত তার চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। তাকে সাপে কাটার সব ধরণের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে, তবে সাপটি যেহেতু বিষধর, তাই তাকে কমপক্ষে তিনদিন পর্যবেক্ষণে রাখতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ