কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক জামায়াত নেতা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাতে পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনাস্থ মোনাফের ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি জামায়াত ইসলামীর পেকুয়া সদর ইউনিয়ন কমিটির সহকারী সম্পাদক এবং মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে মইয়্যাদিয়া জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে মোটরসাইকেলে জাহাঙ্গীর আলম পেকুয়া বাজারে যাচ্ছিলেন। তিনি মোনাফের ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে সড়কে পড়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করেন।
ওসি বলেন, রাতেই আহত জাহাঙ্গীর আলমকে স্বজনরা চমেকে নিয়ে যান। মঙ্গলবার ভোরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
এমএইচ/