বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিও ‘লাইট হাউজ’ আয়োজিত ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সংস্থাটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শহরের সার্কিট হাউজ লেন কোর্ট মোড়ে সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন, যেখানে সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পাশাপাশি লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সীরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন—এর জবাব সরকারকে দিতে হবে।”

তারা আরও বলেন, সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ ও অভিশাপ। বাংলাদেশের রক্ষণশীল পারিবারিক কাঠামোর বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।

মানববন্ধন থেকে সমকামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী এনজিওর কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ