সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত  রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে যুক্তরাজ্যসহ ১১ দেশ বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান হিজাব ও দাড়ি নিয়ে বৈষম্য, জড়িতদের শাস্তি দাবি হেফাজতের প্রধান নির্বাচন কমিশনারের আচরণ প্রশ্নবিদ্ধ : পীর সাহেব চরমোনাই ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিও ‘লাইট হাউজ’ আয়োজিত ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সংস্থাটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শহরের সার্কিট হাউজ লেন কোর্ট মোড়ে সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন, যেখানে সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পাশাপাশি লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সীরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন—এর জবাব সরকারকে দিতে হবে।”

তারা আরও বলেন, সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ ও অভিশাপ। বাংলাদেশের রক্ষণশীল পারিবারিক কাঠামোর বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।

মানববন্ধন থেকে সমকামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী এনজিওর কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ