সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান হিজাব ও দাড়ি বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিবাদ দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ সংস্কার ছাড়া নির্বাচন নয় : নাহিদ ইসলাম ৯ দিন ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র সাব্বিরের মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপসংস্কৃতির প্রভাব থেকে প্রবাসী শিশু-কিশোরদের দূরে রেখে ইসলামি আদর্শে বেড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফজর ক্যাম্পেইন, পুরস্কার বিতরণ ও সমাবেশ।

রোববার (২৪ আগস্ট ২০২৫) ডেট্রয়েট শহরের বায়তুল মোকারম জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা (ইহদীনা) এ আয়োজন করে। দিনভর এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর উপচেপড়া ভিড় দেখা যায়।

অভিভাবকরা সন্তানদের নিয়ে অংশ নেন এ আয়োজনে, যার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করা ও ইসলামের আলোকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। ফজরের নামাজে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণ এবং অভিভাবকদের আন্তরিকতা আয়োজকরা বিশেষভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের ইমাম আহমদ কাসেম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ডিভিশন স্কুলের শিক্ষক ড. মো. সিরাজুল হকসহ অনেকে। বক্তারা বলেন, কোরআন-হাদিসের আলোকে এমন ধর্মীয় পরিবেশ সৃষ্টি তরুণ প্রজন্মকে সৎপথে পরিচালিত করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে সহায়ক হবে।

আয়োজন শেষে ফজরের জামাতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে বাইক, স্কুটার ও জায়নামাজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত সবাই তোবারক হিসেবে খাবার গ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ