দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন আলোচিত ইসলামি চিন্তাবিদ ও প্রভাবশালী রাজনীতিক মাওলানা মুহাম্মদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।
প্রতি মঙ্গলবার রাত সাড়ে নয়টায় মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেজ হোলি উম্মাহ অফিসিয়াল পেইজ ও হলি উম্মাহ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হবে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
প্রসঙ্গত, চার বছর আগে তিনি নিয়মিতভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতেন। তবে গত তিন বছর সরকারের রোষানলে পড়ে কারাভোগ করায় অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। মুক্তির পর তিনি পুনরায় এটি শুরু করার ঘোষণা দিয়েছেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘আল্লাহর রহমতে আবারও ‘আপনার জিজ্ঞাসা’ শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ ছিল না। ইনশাআল্লাহ, ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সমসাময়িক নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।’
আয়োজক সূত্র জানায়, দর্শকরা মাওলানা মামুনুল হকের অফিসিয়াল পেজে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করার সুযোগ পাবেন। তরুণ সমাজের জিজ্ঞাসা, ধর্মীয় অনুশাসন এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে এ আয়োজন সাজানো হবে।
মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেজ: fb.com/HolyUmmahOfficial ইউটিউব চ্যানেল: https://youtube.com/@holyummahofficial
Holy Ummah
আরএইচ/