মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার পুনর্গঠন উপলক্ষে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে জেলা কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য সাংবাদিক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহিরকে সভাপতি ও মাওলানা সৈয়দ আতহার জাকওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।
ঘোষিত জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি এম খসরু ও মুহাম্মদ খায়রুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন ও শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আলী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আহমদ রেজা, সহঅর্থ সম্পাদক মোজাম্মিল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক খালেদ তরফদার, প্রচার সম্পাদক নুহ বিন হোসাইন, অফিস সম্পাদক তালহা রেজা, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম সাকের এবং প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহসভাপতি মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি সাইফুর রহমান এবং জেলা সাংগঠনিক সম্পাদক আখম শাহিন চৌধুরী।
কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। আর সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. এহসানুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান।
অনুষ্ঠানে খেলাফত মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএইচ/