মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ভোলায় উপজেলা সহকারী কমিশনার’র বদলি ঠেকাতে মানববন্ধন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। 

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন থানার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী বিশ্বাস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যাপক মাও. মো. মাকসুদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানগঞ্জ বাজারের ইমাম অধ্যক্ষ মো. মাওলানা মো. ইউসুফ ফরাজী, শিক্ষক মো. জাকির হোসেন হাওলাদার, ভোলা কলেজের ছাত্র মহিন বিন সাইফুল্লাহ, বাজার ব্যবসায়ী জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুবিধাভোগী মো. হানিফ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তারা বলেন, ভালো কাজ করলে তিরস্কার, আর খারাপ কাজ করলে পুরস্কার আমরা এটা হতে দেব না। এ এসিল্যান্ড কে অল্প সময় কাদের স্বার্থে এ উপজেলা থেকে বদলি করা হয় আমরা প্রশাসনের কাছে জানতে চাই। রবিবার সরকারি কর্ম দিবসের মধ্যে এ এসিল্যান্ডের বদলীর আদেশ যদি প্রত্যাহার না করা হয় তাহলে এ উপজেলা বাসীকে সাথে নিয়ে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ এসিল্যান্ড জনবান্ধন উল্লেখ করে তারা বলেন, সে মানুষের কল্যাণে সব সময় কাজ করেছেন। চাঁদাবাজী, ঘুষ আর দূর্নীতির বিরুদ্ধে তার সময় কালে কোন দিন আপোষ করেনি। তাই তারা এই সৎ-সাহসী, দক্ষ কর্মকর্তা কে বোরহানউদ্দিনে রাখার আহ্বান জানান সরকারের কাছে। এর পর থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান গত বছরের ২৪ জুলাই যোগদান করেন এবং গত (২১ আগস্ট) বৃহস্পতিবার বরিশাল গৌরনদী বদলি করে আদেশ জারি করা হয়। ওই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্যোশাল মিডিয়া এ উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবী তুলছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ