২২ আগস্ট ২০২৫ ইং শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে গাজীপুর চান্দরা চৌরাস্তা ইদারাতুল কুরআন মাদরাসা মিলনায়তনে ছাত্র জমিয়ত গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি শাহাদাত খান এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলা জমিয়ত সভাপতি মুফতি মাসউদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর জমিয়ত সেক্রেটারি মুফতি নাছির উদ্দীন খান, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি মুফতি সাব্বির আহমাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদ বিন জাকির।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মানসুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমাদ আল গাজি এবং দপ্তর সম্পাদক যোবায়ের আহমাদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জমিয়তে উলামায়ে ইসলাম গাজীপুর মহানগরের সহ সভাপতি মাওলানা আবু নাঈম কাসেমী, বাসন থানা সভাপতি মাওলানা আবু হানিফ, সদর থানা সভাপতি মাওলানা জাফর আহমদ শাহতলী, কালিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন, যুব জমিয়ত গাজীপুর জেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ কাসেমী, জেলা সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান নোমানী, ছাত্র জমিয়ত গাজীপুর জেলার আহ্বায়ক গাজী ফরিদ হোসাইন সহ মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
আরএইচ/