চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘চোর’ সন্দেহে মো. রিহান মহিন (১৫) নামে এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় আরও দুইজন কিশোর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার ব্রিজে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত মহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাগর আলী তালুকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, মহিন তার তিন বন্ধু নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে বাড়ি ফেরার সময় ৮-১০ জনের একটি দুষ্কৃতকারী দল তাদের চোর সন্দেহে ধাওয়া দেয়।
তিন কিশোর একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের ধরে চেইঙ্গার ব্রিজের র্যালিংয়ে বেঁধে পিটতে থাকে। এতে মহিন ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজন—মুহাম্মদ মানিক (১৯) ও মুহাম্মদ রাহাত (১৬)—কে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্বজনরা অভিযোগ করেছেন, কিশোররা রাতে শহর থেকে ফেরার সময় অযথা চোর হিসেবে অভিযুক্ত হয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বলেন, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও কোনো পূর্বশত্রুতা ছিল কি না তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় নোমান ও আজাদ নামে দুইজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসএকে/