হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভার সভাপতি এবং হযরত সুমাইয়া (রাযি.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাহাঙ্গীর মেহেদী ইন্তিকাল করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) ইন্তিকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ষাট বছর।
প্রসঙ্গত, গত শুক্রবার তিনি হাটহাজারীতে মাওলানা আবদুর রহীম ইসলামাবাদীর পুত্রের ওয়ালিমা অনুষ্ঠানে অংশ নেন এবং ঘনিষ্ঠজনদের সাথে খাবার খান। এক সপ্তাহের ব্যবধানেই তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা জাহাঙ্গীর মেহেদীর মৃত্যুতে ইসলামী অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
এসএকে/