বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে রোববার (১৭ আগস্ট) ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে উদ্বোধনী দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। ময়মনসিংহ জেলা পশ্চিম শাখার সভাপতি মুফতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন—
সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, জেলা পশ্চিম শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস শিকদার প্রমুখ।
এছাড়াও খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে দাওয়াতি মাসের গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে আরও আন্তরিক, ত্যাগী ও নিষ্ঠাবান হয়ে দাওয়াতি কাজে অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে বেশ কয়েকজন দ্বীনি ভাই সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এসএকে/