বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

গোপালগঞ্জে আ. লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের আজিজ হাওলাদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল হাওলাদার (৪৫), বর্ষাপাড়া গ্রামের আলিল বিশ্বাসের ছেলে মোরসালিন বিশ্বাস (৩৫), চিতশী গ্রামের মকবুল মুন্সীর ছেলে হাফিজুর রহমান মুন্সী (৩৫) ও পিঞ্জুরী গ্রামের রফিক তালুকদারের ছেলে আকাশ তালুকদার (২৫) এবং তারাকান্দ গ্রামের রবিউল শেখের ছেলে বেল্লাল শেখ (২১)।

এরা সবাই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।
কোটালীপাড়া থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
তিনি বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে।

এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। 
এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫ শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

কোটালীপাড়া থানার পরিদর্শক বলেন, ওইদিন গ্রেপ্তারকৃতরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ