বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, এ নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন, “পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সরকারের সব অঙ্গ-সংগঠন মিলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ সৃষ্টি করছেন, তাদের বলব—আপনারা থামুন। রোজা শুরুর আগেই ভোট হবে। নির্বাচন কমিশন ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে।”

নির্বাচনের পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন,
“শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সরকারের অন্যতম দায়িত্ব। নির্বাচন কমিশন ও সরকার সে অনুযায়ী কাজ করছে। পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে জনগণেরও দায়িত্ব আছে—সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে হবে। এখন জেলা, উপজেলা, এমনকি পাড়া-মহল্লায়ও মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। নির্বাচনের আমেজ তৈরি হলে মানুষের মধ্যে যে কোনো সংশয় আছে, তা দূর হয়ে যাবে।”

প্রেস সচিব আরও বলেন, “জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের কাজ চলমান। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই নির্বাচনের ঘোষণা আদৌ আসবে কিনা—কিন্তু ঘোষণা তো এসেছে। একইভাবে সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই চার্টার’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, এ আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশ একটি ভালো শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ