বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এনসিপির প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

ফেসবুকে মহানবী সা.-কে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আবদুর রউফ আশরাফ,
হবিগঞ্জ প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী পাপন চন্দ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচংয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (১৪ আগস্ট ) বৃহস্পতিবার  বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মসিউর রহমান

সমাবেশে বক্তারা বলেন নবীজী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। 

ইসলামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এ জাতীয় কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতা জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করছে।

সমাবেশে আরও দাবী জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাপন চন্দ ঘোষসহ জড়িতদের গ্রেফতার না করা হলে ২-৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, জননেতা সাখাওয়াত হাসান জীবন, জননেতা আহমদ মুকিব, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ক্বারী কমর উদ্দীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,মুফতী কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. বশির আহমদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, খন্দকার তালেব উদ্দীন, মাওলানা ইকবাল হুসাইন, মুফতি নাসির উদ্দীন আনসারী, মাওলানা সাদিকুর রহমান, মুফতী আমীর আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব লুৎফুর রহমান, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমরান আহমদ উসমানী ,মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সমাবেশ থেকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়। 
আসামিকে আড়াল করা হলে বা তাকে গ্রেফতারে গাফিলতি হলে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ