মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৮ সফর ১৪৪৭


কুয়াকাটার ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক: অপরিকল্পিত ও অনিয়মের অভিযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিমের মতে সম্পূর্ণ অপরিকল্পিত প্রকল্প। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই, গত ২৯ মে জোয়ারের পানিতে সড়কটি সমুদ্রে বিলীন হয়ে যায়।

অনিয়ম ও দুর্নীতির আশঙ্কায় সড়কটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ প্রকাশিত হলে বিভাগীয় কমিশনার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এরপর দুদক কার্যালয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

সোমবার (১১ জুলাই) দুপুরে কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন এলাকায় ধসে যাওয়া সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরিদর্শনে দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, দুদকে একটি অভিযোগ জমা পড়ায় তারা সরেজমিনে এসে প্রকল্পটি পরীক্ষা করেছেন। তারা দেখেছেন এটি একটি অপরিকল্পিত প্রকল্প। ৪ কোটি ৮৬ লাখ টাকার এই প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেছে, যা পুরোপুরি জোয়ারের পানিতে বিলীন হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্প শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ছিল, যা করা হয়নি। জমা পড়া অভিযোগের সত্যতা আমরা পেয়েছি এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রেরণ করবো। কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুয়াকাটা পৌরসভার তথ্য মতে, আইইউআইডিপি প্রকল্পের আওতায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ডিসি পার্ক পর্যন্ত ১৩০০ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কাজ ২০২৪ সালের ২৪ মার্চ শুরু হয়। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ছিল ২০২৫ সালের ২৩ মার্চ। কিন্তু সময়সীমা ছাড়িয়ে প্রথম ধাপে ৬২ দিন বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। রাস্তা আরসিসি দিয়ে নির্মাণ, পাশে কার্ডস্টোন বসানো এবং সেগমেন্ট টালি দিয়ে ফুটপাত তৈরির কাজেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ