বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
'নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ' দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ কোনাবাড়ী উলামা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতি ও শুক্রবার খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন : এ্যানি অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদগুলো সহায়ক হবে: ধর্ম উপদেষ্টা কে কোথায় থেকে লড়বেন এনসিপির আলোচিত নেতারা? যেভাবে গ্রাহকদের টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নোয়াখালী প্রতিনিধি ||

নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর রহমান সন্ত্রাসীদের হাত থেকে এক প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানিয়েছে।

সোমবার দুপুরে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নূর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার প্রবাসী শহীদ আলম দেশে ফেরার পথে ফেনীর লালপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে আটক হন। তারা মারধর করে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি মেম্বারসহ দুইজনকে নিয়ে সেখানে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে, রাতভর আটক রাখে এবং সাদা চেকে স্বাক্ষর নিতে বাধ্য করে। ওই চেকের মামলা দেখিয়ে গত ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

“এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানোই কি আমার অপরাধ?”— প্রশ্ন রেখে নূর রহমান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন।

প্রবাসী শহীদ আলম অভিযোগ করে বলেন, ফেনীর কয়েকজন তার প্রতিষ্ঠানে কাজ করতেন। দেশে ফেরার সময় তাদের কাছে কিছু স্বাক্ষরিত চেক রেখে আসেন। পরবর্তীতে তারা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে আসে। মামলা করলে সমঝোতার আশ্বাস দিয়ে ফেনীতে ডেকে এনে তাকে জিম্মি করে, মারধর করে এবং মুক্তিপণ দাবি করে। নূর রহমান খবর পেয়ে গেলে তাকেও আটক করে চেকে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়।

দুজনেই সরকারের কাছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে আমানউল্লাহপুর বাজারে মানববন্ধন করে ন্যায়বিচারের আহ্বান জানানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ