মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১১ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই ঘোষণাপতে্র যা বলা হয়েছে বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা শ্রীমঙ্গলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ফ্যাসিস্ট বিরোধী মিছিল ও সমাবেশ ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআই’র বিক্ষোভ 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার ভিডিওবার্তা স্পিকারের তার থেকে আগুন ছড়াল বেলুনে, আহত অন্তত ১২ চাঁদাবাজ, খুনি ও তাঁবেদারদের উৎখাত করতেই হবে: পীর সাহেব চরমোনাই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি বৈধতা দিন: ড. আহমদ আবদুল কাদের

জুলাইয়ে আন্দোলনে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার,সনদ বাতিল, ৭৩ জনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পাশাপাশি আরও ৪৬ শিক্ষার্থীকে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় এক সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

ব্রিফিংয়ে তিনি জানান, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী হিসেবে চিহ্নিত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন  বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যয়নরত ১৩০ শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তদন্তসাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেই হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও হামলার পরিকল্পনায় জড়িতরা ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানো হবে বলেও উপাচার্য জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ