শনিবার, ৩০ আগস্ট ২০২৫ ।। ১৪ ভাদ্র ১৪৩২ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টার তীব্র নিন্দা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী নেতা নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেয়া যায় না -ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা – বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন বাড্ডা থানা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

৪০ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে সাইকেল পেল শিশু-কিশোররা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলসহ নানা পুরস্কার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বাদল এবং সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকু।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী সাতজন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বাকি ৪৪ জনকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা এবং রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী ও ধর্মপ্রাণ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা জানায়, এই আয়োজন তাদের নিয়মিতভাবে জামাতে নামাজ পড়তে অনুপ্রাণিত করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ