মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

৪০ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে সাইকেল পেল শিশু-কিশোররা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলসহ নানা পুরস্কার।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বাদল এবং সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকু।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ী সাতজন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী বাকি ৪৪ জনকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা এবং রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী ও ধর্মপ্রাণ করে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা জানায়, এই আয়োজন তাদের নিয়মিতভাবে জামাতে নামাজ পড়তে অনুপ্রাণিত করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ