শনিবার, ২৬ জুলাই ২০২৫ ।। ১১ শ্রাবণ ১৪৩২ ।। ১ সফর ১৪৪৭


ফেনীর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের মরদেহ এখনো ভারতের হাসপাতালে রয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায়।

নিহতরা হলেন—পরশুরামের বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত ও গাছি মিয়ার ছেলে মোহাম্মদ লিটন (৩২)।
এছাড়া আফসার নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চারজন যুবক বাসপদুয়া সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি চালায়। গুলিতে মিল্লাত ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে ফেনী সদর হাসপাতালে মারা যান।
আর লিটনের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গিয়ে ভারতের বিলোনিয়া মহকুমা হাসপাতালে মর্গে রাখে।

নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, ‘আমার ছেলে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে।’

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গুলিবিদ্ধ দুজনকে রাতে হাসপাতালে আনা হয়। মিল্লাতকে মৃত অবস্থায় পাওয়া যায়, আর আফসারকে চট্টগ্রামে পাঠানো হয়।

পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম ও বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জানিয়েছেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত। ঘটনা তদন্ত ও যোগাযোগ প্রক্রিয়া চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ