মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের খারিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আদালত প্রাঙ্গণে সহিংসতা সংক্রান্ত পাঁচ মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন। শুনানির সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময়ের বিরুদ্ধে পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়, যার মধ্যে আইনজীবী হত্যার অভিযোগসহ রাষ্ট্রদ্রোহ, পুলিশের ওপর হামলা, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এসব মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের নির্দেশে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়।

এর আগে, ৩ জুন একই মামলায় মহানগর হাকিম তার জামিন আবেদন নাকচ করেন। এরপর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়, যা আবারও খারিজ হলো।

গত বছরের ২৬ নভেম্বর, চট্টগ্রাম আদালতে হাজির করা হলে চিন্ময়ের অনুসারীরা সহিংসতা শুরু করে। প্রিজন ভ্যান ঘিরে আদালত এলাকায় তাণ্ডব চালায়, পুলিশের ওপর হামলা চালায় এবং বিস্ফোরক ছুড়ে মারার ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ