রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের স্মরণসভা ও "প্রেরণার জুলাই" র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অসত্য ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো এক অনলপ্রবাহ আন্দোলনের স্মৃতি বিজড়িত দিনে, ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হলো স্মরণসভা ও “প্রেরণার জুলাই” র‌্যালি—যা ছিল ফ্যাসিবাদ, নিপীড়ন ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে শহীদ শিক্ষার্থীদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করার এক অনন্য প্রয়াস।

ছাত্র জমিয়ত ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি জাহিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শায়খুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান ইতিহাসসচেতন ও প্রেরণামূলক ভাষণে উন্মোচন করেন জুলাই-প্রতিরোধের তাৎপর্য।

পরবর্তীতে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি মাওলানা খিজির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ এবং যুব জমিয়ত ফেঞ্চুগঞ্জের প্রচার সম্পাদক জাহিদ হাসান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

"চব্বিশের" ২১ জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের সাহসী প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচি ছিল অন্তর্জাগরণের এক নিঃশব্দ আহ্বান। ঐতিহাসিক জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অগণিত ছাত্র-ছাত্রীদের রক্তস্নাত ত্যাগ স্মরণে র‌্যালিটি প্রাণ পায় ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের শতাধিক সদস্যের পদচারণায়।

র‌্যালিটি ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় স্থান রিভার ভিউ পর্যন্ত পৌঁছায় এবং সেখানেই শেষ হয় যাত্রা; এরপর শুরু হয় স্মরণসভা—যা অন্তর্মুখী ভাবনাকে মুখরিত করে।

জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল ঐক্য ও প্রত্যয়ের প্রতিচ্ছবি। শহীদদের স্মরণে অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত, হৃদয় ছিল শোক ও প্রেরণায় পূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য আবেগঘন দোয়া পরিচালনা করা হয়। প্রার্থনায় উচ্চারিত হয়—

“জুলুম যতই প্রবল হোক, সত্য ও ত্যাগ কখনো পরাজিত হয় না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ