৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায়
প্রকাশ:
১২ জুলাই, ২০২৫, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
![]()
টানা ৪৫ বছরের ইমামকে রাজকীয় বিদায় দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বাটিকামারী গ্রামের বাসিন্দারা। বাটিকামারী দক্ষিণপাড়া বড় জামে মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি করেন মাওলানা শাজাহান ইসলামী। শারীরিক অসুস্থতার কারণে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। মসজিদ কমিটি শুক্রবার (১১ জুলাই) জুমা নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। সে সময় মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রাইভেট কার ও মোটরসাইকেলের বহর নিয়ে বাটিকামারী মহল্লা থেকে সওদাগরের রাইস মিল পর্যন্ত শোডাউন দেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী। বাটিকামারী দক্ষিণপাড়া জামে মসজিদের জয়েন্ট সেক্রেটারি ও কাতার প্রবাসী জহিরুল ইসলাম জানান, তিন পুরুষ ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে গেছেন মাওলানা শাজাহানের উত্তরসূরিরা। প্রথমে তার দাদা, পরে তার বাবা এবং সর্বশেষ মাওলানা শাজাহান। ইমামতির পাশাপাশি তিনি সামাজিক নানা কাজেও সম্পৃক্ত ছিলেন। বিদায়ী ইমাম মাওলানা শাজাহান ইসলামী বলেন, বাটিকামারীর লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাতে আমি ঋণী হয়ে গেলাম। শারীরিক অসুস্থতার কারণেই মূলত ইমামতির দায়িত্ব ছেড়েছি। যতদিন বেঁচে থাকব, মুসল্লি ও এলাকাবাসীর এই বিদায়ী সংবর্ধনা আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে। এনএইচ/ |