শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

কে হচ্ছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর স্থলাভিষিক্ত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৪ এপ্রিল ইন্তেকাল করেছেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বেশ কিছু পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে বাবার প্রতিষ্ঠিত মাদরাসা ও দলের প্রধান ছিলেন। কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের প্রধান খতিব। 


মাওলান আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকারের পর তাঁর পদগুলোতে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন সেটা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে নূরিয়া মাদরাসা এবং খেলাফত আন্দোলনে কে হচ্ছেন তাঁর উত্তরসূরি সেটা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। 


খোঁজ নিয়ে জানা গেছে, প্রবীণ এই আলেমে দীন ইন্তেকালের আগে প্রায় সাত আট মাস শয্যাশায়ী ছিলেন। তাঁর অবর্তমানে কারা দায়িত্ব পালন করবেন সেটা তখনই মোটামুটি ঠিক হয়ে যায়। 


খেলাফত আন্দোলনের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করে আওয়ার ইসলামকে বলেন, উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি থাকতেই সাত সদস্যের একটি মজলিসে ইহতেমাম করে যান। 


সেই মজলিসে ইহতেমামের সদস্য কারা জানতে চাইলে তিনি বলেন, হাফেজ্জী হুজুরের ভাতিজা এবং নূরিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ (হাজী সাহেব হুজুর), মাওলানা ইসমাইল বরিশালী, মাওলানা আব্দুল হক (ময়মনসিংহ), মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা শেখ আজিমুদ্দীন, মাওলানা সাঈদুর রহমান (হাফেজ্জী হুজুরের নাতি) এবং মাওলানা সানাউল্লাহ (আতাউল্লাহ হাফেজ্জীর ছেলে) রয়েছেন এই কমিটিতে। আপাতত তারা পরামর্শ করেই মাদরাসা পরিচালনা করবেন।  

এদিকে খেলাফত আন্দোলনের নেতৃত্ব ঠিক হবে আগামী ২৬ এপ্রিল। সেদিন মজলিসে শূরার বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পরবর্তী নেতৃত্ব বাছাই করা হতে পারে। 
ওই নেতা জানান, বর্তমান মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীই পরবর্তী আমির হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে একজন মহাসচিব নির্বাচিত হবেন। সেখানে অনেকেই আলোচনায় আছেন। তবে মাওলানা মুজিবুর রহমান হামিদীর নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। 


তবে হেফাজতে ইসলাম এবং বেফাকে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সূত্র জানিয়েছে, দুটি প্রতিষ্ঠানেই কেউ ইন্তেকাল করলে পদগুলো সাধারণত শূনই  থাকে। সুবিধাজনক সময়ে সেগুলো পূরণ করা হতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ