মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সাথে মার্কিন আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি দাবি না মানলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন ইবতেদায়ি শিক্ষকরা কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা

কে হচ্ছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর স্থলাভিষিক্ত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ৪ এপ্রিল ইন্তেকাল করেছেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বেশ কিছু পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে বাবার প্রতিষ্ঠিত মাদরাসা ও দলের প্রধান ছিলেন। কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের প্রধান খতিব। 


মাওলান আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকারের পর তাঁর পদগুলোতে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন সেটা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে নূরিয়া মাদরাসা এবং খেলাফত আন্দোলনে কে হচ্ছেন তাঁর উত্তরসূরি সেটা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। 


খোঁজ নিয়ে জানা গেছে, প্রবীণ এই আলেমে দীন ইন্তেকালের আগে প্রায় সাত আট মাস শয্যাশায়ী ছিলেন। তাঁর অবর্তমানে কারা দায়িত্ব পালন করবেন সেটা তখনই মোটামুটি ঠিক হয়ে যায়। 


খেলাফত আন্দোলনের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করে আওয়ার ইসলামকে বলেন, উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি থাকতেই সাত সদস্যের একটি মজলিসে ইহতেমাম করে যান। 


সেই মজলিসে ইহতেমামের সদস্য কারা জানতে চাইলে তিনি বলেন, হাফেজ্জী হুজুরের ভাতিজা এবং নূরিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ (হাজী সাহেব হুজুর), মাওলানা ইসমাইল বরিশালী, মাওলানা আব্দুল হক (ময়মনসিংহ), মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা শেখ আজিমুদ্দীন, মাওলানা সাঈদুর রহমান (হাফেজ্জী হুজুরের নাতি) এবং মাওলানা সানাউল্লাহ (আতাউল্লাহ হাফেজ্জীর ছেলে) রয়েছেন এই কমিটিতে। আপাতত তারা পরামর্শ করেই মাদরাসা পরিচালনা করবেন।  

এদিকে খেলাফত আন্দোলনের নেতৃত্ব ঠিক হবে আগামী ২৬ এপ্রিল। সেদিন মজলিসে শূরার বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পরবর্তী নেতৃত্ব বাছাই করা হতে পারে। 
ওই নেতা জানান, বর্তমান মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীই পরবর্তী আমির হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে একজন মহাসচিব নির্বাচিত হবেন। সেখানে অনেকেই আলোচনায় আছেন। তবে মাওলানা মুজিবুর রহমান হামিদীর নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। 


তবে হেফাজতে ইসলাম এবং বেফাকে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সূত্র জানিয়েছে, দুটি প্রতিষ্ঠানেই কেউ ইন্তেকাল করলে পদগুলো সাধারণত শূনই  থাকে। সুবিধাজনক সময়ে সেগুলো পূরণ করা হতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ