শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৬


আ.লীগ নেতাকে পাশে বসিয়ে গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় আওয়ামী লীগের এক পদধারী নেতার উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতা সভায় কীভাবে এলেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছেন- এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানাচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গাবালীতে স্মরণসভা করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। সভার ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসে ছিলেন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসাইন।

নাম প্রকাশ না করার শর্তে সভায় থাকা কয়েকজন জানান, শুধু ফরহাদ হোসেন একা নন, ওই সভায় পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একাধিক নেতা উপস্থিত ছিলেন- যা কোনোভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র শিক্ষার্থী ইমরোজ মাহমুদ রুদ্র তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘দেড় হাজার শহীদের সঙ্গে বেইমানি করলেন? আজ রাঙ্গাবালী উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের স্মরণসভার আয়োজন করা হয়েছিল, গুড ইনেশিয়েটিভ! কিন্তু কথা হচ্ছে, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মেরে শহীদ করলো তাদের পাশে নিয়ে শহীদদের স্মরণে সভা করলেন? এটা কি শহীদের সঙ্গে তামাশা নয়? আপনাদের স্মরণসভায় ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিল এমন প্রতিনিধিরা কয়জন ছিল? আওয়ামী লীগের পোস্টেড নেতাকে পাশে রেখে শহীদ-স্মরণসভা! বাহ্! ঘৃণাভরে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের নিয়ে স্মরণসভায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি। যে ব্যক্তির কথা বলা হচ্ছে- তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না এবং তাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত কেউ তার সম্পর্কে আমাদের অবহিত করেননি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ