বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে বরিশালে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে অংশীজনদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা হয়েছে। অভ্যূত্থানে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে রোববার বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

এসময় আলোচকরা গণঅভ্যূত্থানে শহিদদের পরিবারকে পর্যাপ্ত সহায়তা ও আহতদের দ্রুত সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

বরিশালের অভ্যূত্থানের সংগঠক সুজয় শুভর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লেখক ও গবেষক মাহা মির্জা। সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তৃতা দেন শের-ই বাংলা মেডিকেল কলেজের সংগঠক ডা. ইশতিয়াক শান্ত, ডা. রেজা তাইমুর মাহমুদ ও ডা. মশিউর রহমান, বাকেরগঞ্জের সংগঠক হাসিবুল আলম তুরান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার ও সংগঠক অনিকা সিথি, বাবুগঞ্জের সংগঠক জাহিদ হাসান, ঝালকাঠি জেলার সংগঠক মো. লিখন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠক জিএম রাব্বী, ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ও বরিশাল নগরের সংগঠক অনর্ব মুবিন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহা মির্জা বলেন, জুলাই গণভ্যূত্থানের আন্দোলন হয়েছিলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে অর্থনৈতিক-সামাজিকসহ সব ধরণের বৈষম্য দূর করতে। কিন্তু সম্প্রতি ঢাকায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের আন্দোলনে পুলিশ-সেনাবাহিনী গুলি চালালো-মানুষ মারা হলো। এ প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বললেন, ‘বহিরাগতদের আন্দোলন’। এমন কথা আওয়ামী সরকার বলতো। সব ঘটনার দায় চাপাতো বিএনপি-জামায়াত-জঙ্গিরাদের উপর। যা আমরা চাই না। যেকোন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সচেতনভাবে কাজ করতে হবে। গণঅভ্যূত্থানের সরকার ক্ষমতায় থাকাকালে এমন একই চরিত্র যেন আমরা দেখি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ