শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার সান্তাহার জংশন স্টেশন এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় সোয়া তিন ঘণ্টা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

শনিবার সকাল পৌণে ১০টার দিকে আউটার সিগন্যালের কাছে এমন ঘটনা ঘটে। স্টেশনমাস্টার খাদিজা খাতুন জানান, বেলা দেড়টার দিকে নতুন ইঞ্জিন এনে ট্রেনটি সচল করা হয়।

বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মৌসুমী আক্তার জানান, নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা বিলম্বে শনিবার সকাল পৌণে ১০টার দিকে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। যাত্রী ও মালামাল উঠানামার পর ট্রেন রাজশাহীর দিকে রওনা দেয়।

আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক আবুল কালাম আজাদ জানান, স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ অবস্থায় ট্রেনটি সেখানে আটকা পড়ে। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা বিপাকে পড়েন। স্থানীয় রেলের প্রকৌশল বিভাগের লোকজন চেষ্টা চালিয়েও ইঞ্জিন সচল করতে পারেননি।

আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে আটকাপড়া যাত্রী জয়পুরহাটের সিরাজুল ইসলাম, আবদুল হাকিম, মাহফুজ আলম প্রমুখ জানান, তারা সকলে দাপ্তরিক কাজে রাজশাহীতে যেতে ট্রেনে উঠেন। প্রায় সোয়া তিন ঘণ্টা ট্রেন বিলম্ব হওয়ায় তাদের কাজে সমস্যা হয়। ট্রেনে অনেক রোগিও আছেন; তাদেরও সমস্যার পড়তে হয়েছে।

বগুড়ার সান্তাহার জংশন স্টেশনমাস্টার খাদিজা খাতুন জানান, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পরপরই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর বেলা দেড়টার দিকে ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ