সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

আখাউড়া স্থলবন্দরে পচে গেল আমদানিকৃত ২২৮ টন গম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আখাউড়া স্থলবন্দরে গত দুই বছর ধরে গুদামে পড়ে থাকা ভারত থেকে আমদানি করা ২২৮ টন গম পচে নষ্ট হয়ে গেছে। শুল্ক কর্তৃপক্ষের গড়িমসির কারণে নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করায় গমগুলো নষ্ট হয়েছে বলে অভিযোগ আমদানিকারক প্রতিষ্ঠানের।

আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, নষ্ট গমগুলোর ক্ষতির পরিমাণ অন্তত ৮০ লাখ টাকা। তা ছাড়া বার বার চিঠি দেওয়ার পরেও আমদানিকারক গমগুলো ছাড়াতে আগ্রহী না হওয়ায় বিপাকে পড়ে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে সঠিক সময়ে খালাস না হওয়ায় গমগুলো এখন পশু-পাখিদের খাদ্যেরও উপযোগী নয়।

জানা যায়, ২০২২ সালে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে প্রায় সাড়ে ১১ হাজার টন গম আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করেছিল চট্টগ্রামের আলম ট্রেডার্স। প্রতি টন গমের মূল্য ছিল ৩২৫ থেকে ৩৫০ মার্কিন ডলার। বাজারে গমের চাহিদা থাকায় চালানগুলো দ্রুত খালাস করা হয়েছিল। তবে সেই বছর জুনে ভারতে ভারী বর্ষণের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় গম আমদানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এরপর আগস্টে আটকে থাকা গমের চালানগুলো পুনরায় বন্দরে আসতে শুরু করে। কিন্তু দীর্ঘ সময় গুদামে পড়ে থাকার ফলে ২২৮ টন গম নষ্ট হয়ে যায়, যা বর্তমানে পশুখাদ্য হিসেবেও ব্যবহারযোগ্য নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান।

তবে ভালো গমের সঙ্গে বৃষ্টিতে ভেজা গম পাঠানো হয়েছে দাবি করে আলম ট্রেডার্সের আখাউড়া স্থলবন্দর প্রতিনিধি মো. আক্তার হোসেন বলেন, গমগুলো ভেজা থাকায় রপ্তানিকারকের সঙ্গে আলোচনার মাধ্যমে খালাসের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শুল্ক কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতার কারণে সঠিক সময়ে খালাস করা সম্ভব হয়নি। এতে গমগুলো গুদামে পড়ে থাকার কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, এখন আর এগুলো ছাড়ানোর কোনো অর্থ নেই, কারণ গমগুলো পশুখাদ্য হিসেবেও ব্যবহারের উপযোগী হারিয়েছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইমরান হোসেন বলেন, গমগুলো ভেজা এবং নিম্নমানের হওয়ায় আমদানি নীতিমালা অনুযায়ী ছাড় দেওয়া সম্ভব ছিল না। তখন আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি, তারা গমগুলো খালাসে আগ্রহ দেখায়নি।

তিনি আরও বলেন, গমগুলো পশুখাদ্য হিসেবে উপযুক্ত কি-না, তা পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়েছিল। তবে প্রাথমিক পরীক্ষার রিপোর্টে বিষয়টি নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় পুনরায় রিপোর্ট চাওয়া হয়েছে। নতুন রিপোর্ট আসার পর গমগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করবে বলে জানান।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ