সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

 ‘দানা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৩ ঘর, উপড়ে গেল গাছপালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩ ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃহস্পতিবার নাগাদ কুয়াকাটা উপকূলে হঠাৎ দমকা বাতাসের প্রভাবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা উপড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহেরপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ইব্রাহিমের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার আবু তালেবের বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়। দুলাল, কামাল, রুবেল, বেল্লাল, রিয়াজ, গিয়াস উদ্দিন, হালিম ও মোশাররফের ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল বাতাসের কারণে মুহূর্তে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে ফেলে। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ।’জামাল সরদার বলেন, প্রচণ্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় কিছু গাছও উপড়ে যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল  বলেন,  খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩টি টিনের ঘর ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে দমকা হাওয়ায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ