মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

এক যুগ পর এলাকায় ফিরছেন যুক্তরাজ্য বিএনপি সম্পাদক কয়ছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কয়ছর এম আহমদ। মঙ্গলবার তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে আসবেন।

একই সময়ে তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা। তাদের আগমনে উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎবের আমেজ বিরাজ করছে। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহিম শাহীন।

এই উপলক্ষে গত রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলার বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্য বিএনপির ও বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের সাথে নিয়ে মঙ্গলবার উপজেলার ডাবর ছয়হারা রাস্তা হয়ে দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে তাদের গণসংবর্ধনা দেয়া হবে।

গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির প্রধান সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় জন্মভূমিতে ফিরছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর আগামী দিনের কাণ্ডারি কয়ছর আহমদ। দীর্ঘ ১২ বছর দেশে আসতে পারেননি ফ্যাসিস্ট হাসিনার রোষানলের কারণে। তার আগমনে আমাদের ব্যাপক প্রস্তুতি থাকলেও দলীয় কিছু নির্দেশনার কারণে শুধু সংবর্ধনার অনুষ্ঠান করা হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমেদ জানান, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমদসহ আমাদের যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জগন্নাথপুরে মঙ্গলবার ফিরছেন। নেতাকর্মীদের মধ্যে আনন্দের শেষ নেই। জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে তাদের গণসংবর্ধনা দেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ