শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

ভোলায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা শিল্পকলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেইসাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রুত সময়ের মধ্যে অন্তভর্তিকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।

তিনি আরো বলেন, যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই। আজকে শহীদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামি ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা আখতারুল্লাহ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আমির হোসাইন, জেলা অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, সেক্রেটারি মোঃ রুহুল আমিন, পৌর অর্থ সম্পাদক মাওলানা আতাউর রহমান কামাল। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ