বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

ঘাটাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে প্রায় ১০ টন পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার হামিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি দোকান সিলগালা ও এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

জানা যায়, উপজেলার হামিদপুর বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে  আশিষ স্টোরের মালিক বেনী মাধব পাল এবং সুজিত  স্টোরের মালিক মাদাই সাহাকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বেনী মাধবকে ৫০ হাজার এবং মাদাই সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, উপজেলার হামিদপুরে বাজারে দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ করে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো। বর্তমান সরকার এই নিষিদ্ধ পলিথিন, মজুদ, আমদানি, ক্রয়-বিক্রয়ের ব্যাপারে জিরোটলারেন্স ঘোষণা করেছে। এটা দণ্ডনীয় অপরাধ। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ