সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
রিমান্ডে নেওয়ার সময় কারাগারের গেটে আওয়ামী লীগ নেতার মৃত্যু যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী ফয়সালের মনোনয়ন সংগ্রহ শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম উঠানে বাবার লাশ, সম্পত্তি ভাগাভাগির সালিশে ব্যস্ত ৮ সন্তান রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায় প্ল্যাটফর্ম থেকে তরুণীকে ট্রেনে তুলে নিয়ে ধর্ষণ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার ইসরায়েলের কারাগারে কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ

হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা, সভাপতি মুফতী মুস্তাকুন্নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী সভাপতি ও মাওলানা মুফতী নুরুল আমিন কাসেমী সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষীপুর জেলা কমিটি গঠন উপলক্ষে  শহরের জালালিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও লক্ষীপুর জেলা সাবেক সভাপতি মাওলানা আবু তাহের ( পীর সাহেব)

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফায়সাল আহমদ।

সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার ১৫১সদস্য শাখা গঠন করা হয়।

এতে উপদেষ্টা হিসেবে রয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হারুন আল মাদানী, মাওলানা আবু তাহের। 

জেলা শাখার সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা মুফতী নুরুল আমিন কাসেমী।

এছাড়া মাওলানা নোমান সিরাজী যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জহির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম প্রচার সম্পাদক এবং হাফেজ বশীর আহমদ অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

হাআমা/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ