বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচড়া দিচ্ছে: রিজভী বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

ভোলায় ওলামা-মাশায়েখ পরিষেদের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা সংবাদদাতা

ওলামা-মাশায়েখ পরিষেদের  উদ্যোগে ভোলার বোরহানউদ্দিনে শান্তি-শৃঙ্খলা ও ইনশাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ওলামা সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাটমারা পীর মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে ড.মো. হাবিবুল্লাহ ও অধ্যক্ষ মাও. নুরনুবী এর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যেমে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলাময়ে মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা, ও ভোলা দারুল হাদীস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক জনাব মাওলানা ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুজ্জমান।

এ ছাড়াও বক্তব্য বাখেন ফজিলাতুন নেছা সরকারী কলেজের অধ্যক্ষ বোরহানউদ্দিন, কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. এ.বি আহমদ উল্যাহ আনসারী, ছোটমানিকা ফাযিল মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাও. মোঃ ছাইফুল্লাহ, হাকিমুদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোঃ আল আমিন, মজমের হাট ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও মো. ফয়জুল আলম, মাজলিসুল মুফাসিরীন বাংলাদেশ- বরিশাল বিভাগের সাংগাঠনিক সম্পাদক মাও. মো. হাবিবুর রহমান আল জাজিরী, জাতীয় ওলামা মাশায়েখ আয়িম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলার মুফতি আমীনুল উসলাম সুলতানী, বোরহানউদ্দিন বাজার মসজিদ খতিব ও উপজেলা হেফাজতে ইসলাম সভাপতি মাও. মো. মিজানুর রহমান, বোরহানউদ্দিন মডেল মসজিদ খতিব মাও. মো. জালাল উদ্দিন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ