সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নে পরামর্শ সভা  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় খেলাফত মজলিসের শোক আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুলের হাতে ফুল তুলে দিলেন সারজিস ‘কোরবানির চামড়া লবণজাত করে ক্ষতিগ্রস্ত মাদরাসার পাশে দাঁড়ায়নি সরকার’  আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ টঙ্গীতে ইমামদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কুরআনের হাফেজকে গণসংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কুরআনের হাফিজকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং ইসলামী যুব সমাজের আয়োজনে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পিছনে ফেলে ১ম স্থান অর্জনকারী বালক বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ, বাংলাদেশের টিভি চ্যানেল নিউজ ২৪ এর রমজান মাসজুরে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নুর ও জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ তানযীমুল ইসলাম রিয়াদকে গণসংবর্ধনা দেয়া হয়।

ইসলামী যুব সমাজ বানিয়াচংয়ের সভাপতি মুফতি নাসির উদ্দিন সৌরভের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ,

বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রিয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অতিথিবৃন্দের পক্ষ থেকে কোরআনের পাখিদের নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ